আপনার জীবন চলচিত্রের দৃশ্যপট / Review your birth-death movie scene:
বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই। তবুও মানুষের মাঝে জীবনযাপনের জন্য আমারা অনেক কিছুরই প্রয়োজন বোধ করি।
অবৈধ উপায়ে সম্পদের সম্ভার বানান, অথবা, অজস্র কষ্টের বিনিময়ে সামান্য কিছু বিনিময় পান।
কোনও ক্ষেত্রেই অর্জিত সম্পদ ভোগ করে যাবার নিশ্চয়তা আপনার নেই।
এটাই আপনার জীবন চলচিত্রের বাস্তব দৃশ্যপট।
কেনও? যা অর্জন করার জন্য এতো সময় দিলেন, তা ভোগ করার জন্য অথবা বণ্টন করার জন্য প্রয়োজনীয় সময় আপনার নেই কেনও?
সময় কি আপনার না?
আপনাকে তাহলে কেনও পাঠানো হয়েছে এখানে? আপনার সময়সীমা কার নিয়ন্ত্রণে?
সৃষ্টিকর্তা মানুষ ও জীন কে কেনও সৃষ্টি করেছেন তার কারণও জানিয়েছেন। তিনি এভাবে বলেছেনঃ
" আমি জীন আর মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার অনুগত ( নির্দেশ মানার ) থাকার জন্য।"
কুরআনের এই আয়াতের অনুবাদে আমরা দেখি উপরের অনুগত থাকার পরিবর্তে অনুবাদকেরা 'ইবাদত' শব্দটি ব্যাবহার করেছেন।
আলেমদের মুখে যখন আমরা এই আয়াতের মুখস্ত করা অনুবাদ শুনি, তখন কেমন যেন একটা অহংকারের ভাবমূর্তি আমাদের অন্তরে জেগে ওঠে। সেটা আপনি প্রকাশ্যে স্বীকার করতে চান আর না চান। কেননা, তখন মনের ভেতরের শয়তান যুক্তি দেয়, সবসময় শুধুমাত্র সৃষ্টিকর্তার আদেশ মেনে চলবো, আমার নিজের কি কোনও কাজ নেই?
এটাই অন্তরের ব্যাধি। এই ব্যাধি সেরে যেতো, যদি অধিকাংশ আলেম এই আয়াতের মর্মার্থ বুঝাতে যথার্থ কোনও দৃশ্যপট আমাদের সামনে তুলে ধরতে পারতেন।
জীবন ধারণের জন্য প্রতিনিয়ত আমাদেরকে নিজস্ব কাজে ব্যস্ত থাকতে হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটাই করতে হবে।
কিন্তু, যখন আপনি খেয়াল করবেন আপনার নিজের কাজ গুলোই আপনার কতটুকু উপকার করছে, অথবা আপনার দায়িত্ব আপনি পূর্ণ করতে পারবেন কি না, আপনি মরে গেছেন, এখন আপনার গোসল দেয়া হচ্ছে, সেখানে রেখে আসার জন্য। কিন্তু আপনার লাশের পাশে দাড়িয়ে আপনি সবাইকে দেখছেন আর ভাবছেন, যে সময়টা আপনার ছিলও তা শেষ করে আপনি কি পেলেন?
তখন আপনার অন্তর জাগ্রত হবে, আর বুঝতে পারবেন, প্রতিনিয়ত ভোগের আশায় এতোগুলো বছর যে আপনি কাটিয়েছেন, তা আপনার কোনই কাজে আসে নি!
এখন এই আয়াতটিকে আর সাধারণ মনে হবে না।
"আমি জীন আর মানব জাতীকে শুধুমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কোনও উদ্দেশ্যে সৃষ্টি করিনি।" ( সুরা জারিয়াতঃ আয়াত ৫৬ )
যে কারণে সৃষ্টিকর্তা তার নির্দেশের বাইরে অন্য কিছুতে কোনও কল্যাণও রাখেন নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please, do not enter any spam link in the comment box.