জীবনে এমন কাওকে খুব প্রয়োজন, যে স্বার্থের কারণে সব ক্ষেত্রে বিরোধিতা করবে না। আপনাকে খুব ভালো করে বুঝবে।
আপনি তার কোনও কাজে আসতে পারেন বা না পারেন, সে শেষ পর্যন্ত আপনার আদর্শকে ভালোবাসবে। অবশ্য এক্ষেত্রে আপনার একটি সৎ আদর্শ থাকতে হবে।
অন্ধ ভালোবাসা নিরর্থক। কেননা, যখন দিনের পর দিন নিত্য প্রয়োজন গুলো অপূরণীয় থেকে যাবে তখন, সেই ভালোবাসার আসল রুপ দেখা যাবে, আর তা হোলও অবর্ণনীয় ঘৃণা।
আপনি অবশ্যই ভালোবাসার মানুষটিকে শুধুমাত্র, সে বিপরীত লিঙ্গের বলেই ভালবাসতে চাইবেন না।
কারণ, তাকে আপনার প্রয়োজন বাকি জীবনের এমন একজন সাথী হিসেবে, যে দুঃখের দিনে কখনও আপনাকে আঘাত করবে না, মানসিক ভাবে আরও শক্তি জোগাবে যে পর্যন্ত না, সুখের দেখা মিলে।
সৌন্দর্য আকর্ষণীয়। এটা সৃষ্টিকর্তার দান, তবে ক্ষণস্থায়ী। এটা কেও নিজের অর্জন বলে দাবী করতে পারবে না। তাই, এ নিয়ে অহংকারের কিছু নেই।
নিজের অর্জন বলতে আপনি যেটা দাবী করতে পারেন, তা হোলও আপনার চরিত্র। এটা আপনি নিজে অর্জন করেছেন। আগে তাকিয়ে দেখুন আপনার অস্তিত্তের দিকে। আপনি নেমক হারাম নন তো?
চাহিদা পূরণ হলেই, যে কেও আপনার পছন্দের হয়ে যায়? তাকে মাথায় নিয়ে নাচতে পারেন! আর এর বিপরীত হলে সেই মানুষটিই কি আপনার ঘৃণার পাত্র হয়ে যায়? তখন তাকে সহ্য হয় না?
যদি এই গুনটি আপনার থাকে, তাহলে মানুষ হিসেবে আপনি অসাধারণ!
যদিও এই গুণ অর্জনের জন্য কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নেই। বরং, প্রাতিষ্ঠানিক শিক্ষা অধিকাংশ ক্ষেত্রেই এর বিপরীত আদর্শই শিক্ষা দিচ্ছে। আর আমরা আমাদের চারপাশে কিছু সার্টিফিকেট ধারী মানুষরূপী কোনও অজানা প্রাণী জন্মাতে দেখছি।
আপনি তার কোনও কাজে আসতে পারেন বা না পারেন, সে শেষ পর্যন্ত আপনার আদর্শকে ভালোবাসবে। অবশ্য এক্ষেত্রে আপনার একটি সৎ আদর্শ থাকতে হবে।
অন্ধ ভালোবাসা নিরর্থক। কেননা, যখন দিনের পর দিন নিত্য প্রয়োজন গুলো অপূরণীয় থেকে যাবে তখন, সেই ভালোবাসার আসল রুপ দেখা যাবে, আর তা হোলও অবর্ণনীয় ঘৃণা।
আপনি অবশ্যই ভালোবাসার মানুষটিকে শুধুমাত্র, সে বিপরীত লিঙ্গের বলেই ভালবাসতে চাইবেন না।
কারণ, তাকে আপনার প্রয়োজন বাকি জীবনের এমন একজন সাথী হিসেবে, যে দুঃখের দিনে কখনও আপনাকে আঘাত করবে না, মানসিক ভাবে আরও শক্তি জোগাবে যে পর্যন্ত না, সুখের দেখা মিলে।
সৌন্দর্য আকর্ষণীয়। এটা সৃষ্টিকর্তার দান, তবে ক্ষণস্থায়ী। এটা কেও নিজের অর্জন বলে দাবী করতে পারবে না। তাই, এ নিয়ে অহংকারের কিছু নেই।
নিজের অর্জন বলতে আপনি যেটা দাবী করতে পারেন, তা হোলও আপনার চরিত্র। এটা আপনি নিজে অর্জন করেছেন। আগে তাকিয়ে দেখুন আপনার অস্তিত্তের দিকে। আপনি নেমক হারাম নন তো?
চাহিদা পূরণ হলেই, যে কেও আপনার পছন্দের হয়ে যায়? তাকে মাথায় নিয়ে নাচতে পারেন! আর এর বিপরীত হলে সেই মানুষটিই কি আপনার ঘৃণার পাত্র হয়ে যায়? তখন তাকে সহ্য হয় না?
যদি এই গুনটি আপনার থাকে, তাহলে মানুষ হিসেবে আপনি অসাধারণ!
যদিও এই গুণ অর্জনের জন্য কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নেই। বরং, প্রাতিষ্ঠানিক শিক্ষা অধিকাংশ ক্ষেত্রেই এর বিপরীত আদর্শই শিক্ষা দিচ্ছে। আর আমরা আমাদের চারপাশে কিছু সার্টিফিকেট ধারী মানুষরূপী কোনও অজানা প্রাণী জন্মাতে দেখছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please, do not enter any spam link in the comment box.