pages

pages for foreigner

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

৫ টি কাজ পরিহার করে কোঁকড়া চুলকে Curly hair সোজা Straight / Silky/ plain করুন কোনও কিছু ছাড়া।

সুন্দর চুলের জন্য ৫ টি কাজ পরিহার করে কোঁকড়া চুলকে সোজা ( Silky/ Straight/ plain ) করুনঃ 

চুলের সৌন্দর্য নিয়ে ভাবেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। নারী পুরুষ উভয়ের জন্যই এটি সৌন্দর্যের অন্যতম একটি মাপকাঠি।

আজকের লেখাটি তাদের জন্য যারা তাদের নাছোড় চুল নিয়ে হীনমন্যতা বা বিড়ম্বনায় রয়েছেন।



আমি এখানে বিশেষ কোনও কিছু ব্যাবহারের কথা বলবো না। বরং, এমন কিছু সতর্কতা মূলক অভ্যাস মেনে চলার কথা বলবো, যেগুলো আপনি সহজেই অনুসরণ করতে পারবেন। আর আপনার চুল ফিরে পাবে হারানো আবেদন⌣ আর হয়ে উঠবে আগের চেয়ে অনেক বেশি সুন্দর।




কিছু বদভ্যাস যা চুলকে ক্ষতিগ্রস্থ করেঃ 

মাথার ত্বকেরও যত্ন নিন আর গরম পানির ব্যাবহারে বিরত থাকুনঃ 

এটি শুধু চুলের নয় মাথার ত্বকেরও ক্ষতি সাধন করে। ফলস্বরূপ খুস্কি সহ মারাত্মক চর্মরোগের সম্ভাবনা থাকে। চুল পুষ্টি শোষণ করে মাথার ত্বক থেকে। তাই মাথার ত্বক যেন প্রয়োজনীয় পুষ্টির অভাবে শুষ্ক অথবা অপরিচ্ছন্নতার কারণে স্যাঁতসেঁতে না হয়ে যায় খেয়াল রাখুন।

চিরুনি ব্যবহারে সতর্কতাঃ 

আঁচড়ানোর সময় চুলে চিরুনি জড়িয়ে বা আটকে গেলে চুলের ওপরই প্রতিশোধ নিতে যাবেন না। এক্ষেত্রে আগে হাতের আঙ্গুল দিয়ে আলতো করে খিলাল করুন বা আঁচড়ান। এরপরে অবশ্যই সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নিবেন, তা না হলে যে সমস্যার সম্ভাবনা রয়েছে, এ সম্পর্কে পরবর্তী কোনও লেখনীতে বিস্তারিত বলা হবে।



তবে আঁচড়ানোর সময় অধিক ঘন নয় এমন, ফাকা দাঁতের চিরুনি ব্যাবহার করবেন।

বেনি করাঃ

মেয়েদের সোজা চুলে হালকা বড় বড় করে বেনি করা যায়। এতে চুল সামান্য বেকে গেলেও সমস্যা নেই। কারণ একেবারে সোজা চুল অধিকাংশ ছেলের-ই  পছন্দ নয়।



কিন্তু আপনার চুল যদি কোঁকড়া হয়, তবে ঘন করেই হোক বা হালকা, কোনও রকম বেনি করাই ঠিক নয়। এতে চুলে বক্রতা সৃষ্টি হয়।

অনিদ্রা থেকে অপুষ্টিঃ

ঘুমের মাধ্যমে খাবারের পুষ্টি উপাদান সমূহ শরীরে পরিপূর্ণভাবে শোষিত হয়। দীর্ঘদিনের অনিদ্রায় চুলে স্বাভাবিক পুষ্টি সরবরাহ ব্যাহত হয়। ফলে বাইরে থেকে যত রকম যত্নই করেন না কেনও এতে সাময়িক ভাবে চুল মোলায়েম আর কালো হলেও অভ্যন্তরীণ পুষ্টির অভাবে এলোমেলো আর জটালই থেকে যাবে।

প্রাকৃতিক সৌন্দর্যের কোনও তুলনা হয় না। চুল তার গোঁড়া( মাথার ত্বক ) থেকে গাছের মতো প্রয়োজনীয় শক্তি ও স্বাস্থ্যকর উপাদান শোষণ করে।

সোজা করতে হিট দেয়াঃ 

এটা বুঝার জন্য নিজের চুলে প্রয়োগ করে দেখার কোনও প্রয়োজন নেই। চুলেরও জীবন আছে। চুল গঠনগত ভাবে প্রোটিন বা আমিষ দিয়ে তৈরি। চুলে হিট ( তাপ ) দিলে অভ্যন্তরীণ পুষ্টি উপাদান বাষ্প হয়ে উরে যায় এবং নিষ্প্রাণ হয়ে যায়।

https://www.bdshop.com/adjustable-sports-bra-for-women-gray?aw_affiliate=eyJjYW1wYWlnbl9pZCI6IjciLCJ0cmFmZmljX3NvdXJjZSI6ImJsb2cgcGFnZSIsImFjY291bnRfaWQiOjg2MTZ9

অযথা টানাটানিঃ 

চুল স্থিতিস্থাপক হলেও এর একটি মাত্রা আছে। চুলে টান পরলে, সোজা চুলও কোঁকড়া হয়ে প্যাঁচানো তারের মতো যায়।

অতিরিক্ত শ্যাম্পু ও সাবান বাবহারঃ 

চুলে কখনই সাবান ব্যাবহার করবেন না। কারণ সাবানের ক্ষারের জন্য চুল আরও রুক্ষ ও জটালও হবে। পরে তেল জাতীও যা-ই ব্যাবহার করেন না কেনও। যদি দূরে কোথাও বের না হন আর ধুলা ময়লা ঘাম না লাগে তবে সপ্তাহে ৩ দিনের বেশি কখনও শ্যাম্পু ব্যাবহার করবেন না। এতেও চুল রুক্ষ ও পরে যাবার সম্ভাবনা বাড়ে।


প্রাকৃতিক কিছু উপায়ঃ

ঘৃতকুমারীঃ


বাহ্যিক পরিচর্যার কিছু কুফলঃ 

- শরীরে অপুষ্টি রেখে শুধু মাত্র চুলের যত্ন নিলে চুল শুধু মোটা আর কালই হবে, কোমল হবে না।


শেষ কথা,

উপর্যুক্ত পরামর্শ গুলো অনুসরণ করলে আপনার চুল অবশ্যই আগের চাইতে অনেক বেশি সুন্দর দেখাবে। তবে আপনি যদি এতেও সন্তুষ্ট না হতে পারেন, তবে বলবো, ছেলেদের ক্ষেত্রে একটু বলিষ্ঠ দেহাবয়ব আর মেয়েদের ক্ষেত্রে একটু সুন্দর চেহারার সাথে আবেদনময়ি হলেই যথেষ্ট। এতেই আপনার স্বামী অথবা স্ত্রী আপনাকে নিয়ে অনেক সন্তুষ্ট থাকবে

অযথা চুল নিয়ে অতিরক্ত দুশ্চিন্তা করে আরও কয়েকটা চুল পাকানোর বা হারানোর কি প্রয়োজন? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please, do not enter any spam link in the comment box.

Featured Post

৪টি কাজে মন হবে শান্ত, কোনও আসক্তির মাধ্যমে নয়।

আশা করি সৃষ্টিকর্তার অসীম করুণায় আপনি সম্পূর্ণ ভালোই আছেন।  আজকের বিষয়টি সম্পূর্ণ মানসিক।  আপনি অবশ্যই কোনও না কোনও ডিভাইস যেমন স্মার্ট...

Popular Posts