pages

pages for foreigner

রবিবার, ২৩ আগস্ট, ২০২০

আজেবাজে সাইট থেকে নোটিফিকেশন আসছে? কিভাবে বন্ধ করবেন.........।

আপনি অনলাইনে থাকা অবস্থায় অথবা ওয়াইফাই চালু অবস্থায় কি বারবার আজেবাজে সাইট থেকে নটিফিকেশন আসে?
এটা একেবারে বন্ধ হয়ে যাবে।

মনে রাখবেন, আপনি যখন অনলাইনে ব্রাউজিং করেন, তখন আপনি যে সমস্ত সাইটে প্রবেশ করেন, অবশ্যই সেই সমস্ত সাইটে প্রবেশের পর একটি পপ আপ মেসেজ আসে। যেখানে, পরবর্তীতে ঐ সাইট থেকে আপনার কাছে নতুন আপডেট মেসেজ পৌঁছানোর অনুমতি চাওয়া হয়। আপনি অথবা যে কেউ ই আপনার ইমেইল আইডি অথবা ডিভাইসটি ব্যাবহার করে যদি সেই সময় যেনে অথবা না বুঝে সেই সাইটের নোটিফিকেশন অ্যালাউ করে থাকেন, তবে অবশ্যই সেই সাইট থেকে নিয়মিত আপডেট পাবেন।

এখন যদি এরকম কিছু হয়ে থাকে, তবে আপনাকে সেই সাইটের নোটিফিকেশন বন্ধ করতে হবে। এজন্য, আপনাকে সার্চ ইঞ্জিনের সেটিং অপশনে যেতে হবে। এটা আপনার ব্রাউজারের স্ক্রিন এর একেবারে উপরে ডান দিকে উল্লম্ব তিনটি ডট দেয়া অপশনে পাবেন।
সেটিং অপশনে যেয়ে প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশনের সাইট সেটিংস এ ক্লিক করুন। সেখানে রিসেন্ট একটিভিটি তে সমস্ত সাইট এর লিস্ট দেখা যাবে, নোটিফিকেশন এর অবস্থা সহ। এখান থেকে খেয়াল করুন কোন সাইটের নোটিফিকেশন অ্যালাউ অথবা ব্লক করা আছে।

যে সাইটের নোটিফিকেশন ব্লক করতে চান, তার ডান দিকের অ্যারো বাটন অথবা সাইটের উপরে ক্লিক করে, পারমিশন এর অবস্থা খেয়াল করুন। সেখান থেকে নোটিফিকেশন ( ঘণ্টা যুক্ত ) অ্যালাউ করা থাকলে ব্লক করে দিতে পারেন। এখন আর ঐ সাইট থেকে কোনও নোটিফিকেশন আসবে না।

আপনি যদি ইউটিউবে অথবা অন্য কোনও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের কোনও পেজ, গ্রুপ, পোস্ট, অথবা ভিডিও তে লাইক অথবা সাবস্ক্রাইব করে থাকেন, তবে সে ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে।



আর পরবর্তীতে কোনও সাইটের নোটিফিকেশন অ্যালাউ করার আগে অবশ্যই সেই সাইট সম্পর্কে যেনে নিবেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please, do not enter any spam link in the comment box.

Featured Post

৪টি কাজে মন হবে শান্ত, কোনও আসক্তির মাধ্যমে নয়।

আশা করি সৃষ্টিকর্তার অসীম করুণায় আপনি সম্পূর্ণ ভালোই আছেন।  আজকের বিষয়টি সম্পূর্ণ মানসিক।  আপনি অবশ্যই কোনও না কোনও ডিভাইস যেমন স্মার্ট...

Popular Posts