কোনটি ভালো হবে সিদ্ধান্ত নিতে ডিভাইস সম্পর্কে বুঝুন Understand the device to decide which would be better
প্রথমেই আপনাকে খেয়াল করতে হবে, আপনি কেনও নতুন একটি মোবাইল কিনতে চাচ্ছেন?অনেকেই আছেন, যারা সবদিক দিয়ে ভালো পারফর্মেন্স আশা করেন।
আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার পর আপনি নতুন অনেক কিছু জানতে পারবেন। এখানে বিভিন্ন প্রজুক্তিগত বিষয় অনেক সহজবোধ্য করে তুলে ধরা হয়েছে।
অনেকেই আছেন যারা উন্নত ফিচারের ক্যামেরাযুক্ত সেট নিতে চান।
আবার কারো প্রয়োজন ভালো গেমিং পারফর্মেন্স।
এটা আপনার বয়স ও রুচির উপর নির্ভর করে।
যদি চান একটি ভালো প্রসেসরঃ
যারা প্রসেসরের উপর অতিরিক্ত চাপ পরে এমন কাজ করতে চান, যেমন- অনেক সময় নিয়ে ক্যামেরা ব্যবহার করে ভিডিও তৈরি করা, একসাথে অনেক কাজ (Multitasking), বা গেম খেলা। তাদের জন্য প্রয়োজন শক্তিশালী প্রসেসর।
আমি এখানে দুটি ওয়ার্ল্ড ক্লাস কোম্পানির প্রসেসর নিয়ে আলোচনা করবো।
প্রসেসরের দিকে এখনও পর্যন্ত সবার উপরে রয়েছে Qualcomm -এর Snapdragon. তবে সাবধান, Snapdragon দেখলেই হামলে পরবেন না।
এক্ষেত্রেও আরও একধাপ যাচাইয়ের ব্যপার আছে।
Qualcomm Snapdragon Processor Ranking:
Rank Processor Name
#1. Snapdragon 865
#2. Snapdragon 855+
..... .......................
...... .......................
..... .......................
#22. Snapdragon 632
উপরের র্যঙ্কিং লিস্টের নিচ থেকে যত উপরের প্রসেসর আপনি পছন্দ করবেন, তা আপনার জন্য তত ভালো পারফর্মেন্স দিবে।
এর পরে শক্তিশালী প্রসেসরের মধ্যে Mediatek Helio নিয়ে বলছি,
Mediatek Helio প্রসেসরের অনেকগুলো সিরিজ রয়েছে।
'X' series: এর মধ্যে রয়েছে X30, X27, X10 ইত্যাদি।
এই সিরিজের উল্লেখযোগ্য কয়েকটি মোবাইলঃ
-Meizu Pro 7 Plus
-Xiaomi Redmi Pro
'G' series: এর মধ্যে রয়েছে G90, G70, G80 ইত্যাদি।
এই সিরিজের উল্লেখযোগ্য কয়েকটি মোবাইলঃ
-Xiaomi Redmi Note 8 Pro
-Realme C3
'P' series: এর মধ্যে রয়েছে P95, P90, P70, P60 ইত্যাদি।
এই সিরিজের উল্লেখযোগ্য কয়েকটি মোবাইলঃ
-Motorola One Macro
-Nokia 5.1 Plus
-Samsung Galaxy A41
'A'series: এর মধ্যে রয়েছে A25, A22, A20 ইত্যাদি।
এই সিরিজের উল্লেখযোগ্য কয়েকটি মোবাইলঃ
-Huawei Y6S
-Xiaomi Mi Play
-Samsung Galaxy A10S
এক্ষেত্রে 'A'series এর চেয়ে 'p' সিরিজ এবং 'p' series এর চেয়ে 'G' সিরিজ গুলো ভালো হবে। আর অবশ্যই নাম্বারের দিকে খেয়াল করতে হবে। যেমন- G70 এর চেয়ে G90 ভালো পারফর্মেন্স দিবে।
যদি চান যথেষ্ট ইন্টারনাল মেমোরিঃ
অন্তত পক্ষে 3gb Ram এর মোবাইল পছন্দ করবেন, যদি আপনি চান আপনার মোবাইল সেটটি সহজেই হ্যং হয়ে না যাক।
ভালো ক্যামেরা পেতেঃ
অনেক সময় ছবি তোলা বা ভিডিও করার সময় হাত নরলে ছবি বা ভিডিও ঝাপসা হয়ে যায়। এই সমস্যা এড়াতে, OIS এবং EIS যুক্ত ফোন কিনতে পারেন।
তবে আপনি যদি Tripod ব্যবহার করে ছবি বা ভিডিও ধারণ করেন তবে আর এই কুয়ালিটির প্রয়োজন নেই।
ভিডিও ক্যাপচার কুয়ালিটিতেও অনেক ধরন আছে। Maximum video quality তে সাধারণত 4k, 8k, 30fps, 60fps ইত্যাদি লেখা থাকে।
এক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি slow motion ভিডিও দেখতে চান কি না? তাহলে 60fps নিতে পারেন।
মেগা পিক্সেল নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় কারণ এমনিতেই লেখাটি অনেক বড় হয়ে গেছে।
ক্যামেরা কুয়ালিটি নিয়ে পরবর্তী কোনও সময়ে বিস্তারিত ভাবে বর্ণনা করা হবে, যদি আল্লাহ্ চান।
পছন্দের অপারেটিং সিস্টেমঃ
Android, iOS সহ আরও অনেক ধরণের অপারেটিং সিস্টেম আছে। আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন কোনটি আপনার স্বাচ্ছন্দ্যের।
যদি অনেকক্ষণ চার্জ ধরে রাখতে চানঃ
এক্ষেত্রে, কমপক্ষে 4000mah এর ব্যাটারি লাগবে, আর এর চেয়ে বেশি হলে তো ভালো।
তবে খেয়াল রাখবেন, চার্জ সম্পূর্ণ হতে যেন অতিরক্ত সময় না নেয়।
আশা করি,
এবার আর আমাকে নির্দিষ্ট করে বলতে হবে না যে, কোন ফোনটা আপনার জন্য ভালো হবে। আপনার বাজেট এর সাথে সামঞ্জস্য রেখে Spicification (বিবরণী) গুলো ভালো করে খেয়াল করলে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন।
ভালো থাকবেন,
সচেতন থাকবেন। হয়তো কথা হবে অন্য কোনও বিষয়ে ...............।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please, do not enter any spam link in the comment box.