pages

pages for foreigner

সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

ক্যারিয়ার, পেশা বা জীবিকা নির্ধারণ করা নিয়ে চিন্তিত?, Worried about determining career, occupation or livelihood?

আপনি যদি সঠিক ধারণা না থাকার কারণে নিজের জীবনের ক্যারিয়ার বা পেশা -এর যেটাই বলেন, তা নির্ধারণ করতে না পারেন, তবে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। মানে যাদের মনে এরকম প্রশ্ন রয়েছে যে, ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং ছাড়া আর কি কি পেশা রয়েছে?, যেগুলো এদের চেয়েও সম্মানের, একই সাথে আয়ের দিক দিয়েও সমকক্ষ বা কয়েক গুন এগিয়েও রয়েছে।

অথবা, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে, প্রশিক্ষণ নিলে কোন পেশায় নিযুক্ত হওয়া যাবে?, অথবা আপনার কাঙ্ক্ষিত পেশায় নিযুক্ত হতে কি করতে হবে?, কোথায় যেতে হবে?, কি জানতে হবে? ইত্যাদি।

সুতরাং, পরামর্শ গ্রহণ ও প্রদানে সচেতন হন। সচেতনতার সাথে পেশা, জিবিকা বা ক্যারিয়ার নির্ধারণ/ নির্বাচন করুন। Be aware of accepting and providing advice.

যাদেরকে আপনি অভিজ্ঞ বলে মনে করেন, বা আপনার ওপর যার অধিকার বা দায়িত্ব রয়েছে, অনেক ক্ষেত্রেই তাদের একটি সমস্যা থাকে। আর তা হোলও যখন ব্যাক্তিগত পরামর্শের প্রয়োজন হয়, তখন তারা আপনাকে গঠনমূলক ( ক্রিয়েটিভ বললে বুঝতে পারবেন! ) পরামর্শ দিতে পারেন না। অর্থাৎ, আমরা বেশিরভাগ সময় এমন পরামর্শ দেই, যাতে ঐ ব্যাক্তিটির যার কিনা যথাযথও পরামর্শের প্রয়োজন, তার নিজস্ব চিন্তা-ভাবনার দুয়ার বন্ধ হয়ে যায়। 





অথচ, এক্ষেত্রে পরামর্শ দাতার উচিৎ, যদি তার কাছে পরামর্শ প্রার্থীর জন্য উপযুক্ত পরামর্শ না থাকে, তবে নিঃসংকোচে নিজের অপারগতা স্বীকার করা, এবং ঐ বিষয়ে যার ভালো অভিজ্ঞতা বা ধারণা রয়েছে তার সন্ধান দেয়া। আর যদি সেরকম চেনা জানা কেও না থাকে, তবে তাকে নিরুৎসাহিত করার পরিবর্তে, ঐ বিষয়ে নিজ থেকে আরও সময় নিয়ে ভাবার পরামর্শ দেয়া উচিৎ। 

কিন্তু বাস্তবে, আমরা সব ক্ষেত্রেই পাণ্ডিত্য জাহির করতে পছন্দ করি। অথচ এটা চিন্তা করি না যে, আমাদের এরকম আচরণের ফলে সেই মানুষটির ভবিষ্যৎ সুগঠনের সম্ভাবনা কতটা ক্ষতিগ্রস্থ হতে পারে, অথবা তার জীবনের সেই প্রত্যাশা পূরণের পথে সে কতটা পিছিয়ে যাবে। 

এবার একটি উদাহরণ দিয়ে বিষয়টাকে বোধগম্য করার চেষ্টা করি। 

একটি ছেলের ছোটবেলা থেকেই ছবি আঁকতে খুব ভালো লাগতো। এতে তার ব্যাপক আগ্রহ ছিলও। সে যা কল্পনা করতো, অবিকল তা-ই আঁকতে পাড়ত। ছেলেটির এতো আগ্রহ দেখে, তার বাবা তাকে আরও ভালো ছবি আঁকা শিখাতে শিশু একাডেমীতে ভর্তি করিয়ে দিলো। এই ছোট শিশুটিকে তার বাবা সপ্তাহে যে দুদিন ক্লাস থাকে, তার প্রতিদিন-ই বাড়ি থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে ক্লাস করাতে নিয়ে যেতো। কিন্তু একদিন কে যেনও বলেছিলও, ছবি আঁকা বড় ধরণের পাপ। 

আস্তে আস্তে ছেলেটি শৈশব থেকে কৈশোরে পোঁছাল। এখন সে ধর্মীয় বিধানগুলো কিছুটা বুঝতে শুরু করলো। ফলে এটাকে ( ছবি আঁকাকে ) সে একটি অন্যায় হিসেবে দেখতে শুরু করলো। আর আস্তে আস্তে ছবি আঁকার অভ্যাস ছেড়েও দিলো। 

একবার সাঁতার কাটা শিখে ফেললে আর অনুশীলন না করলেও চলে এটা ঠিক। কিন্তু যে তার পছন্দের কাজে লেগে থাকে, সে প্রতিনিয়ত সে বিষয়ে নতুন কলাকৌশল শিখার সৌভাগ্য অর্জন করতে পারে। ফলে সে বিষয়ে সে আরও অভিজ্ঞ হয়ে অন্যদেরকে ছাড়িয়ে যেতে পারে। যেকোনো কাজের ক্ষেত্রেই একই ঘটনা ঘটে। একবার ভালোভাবে টাইপিং শিখার পর, অনেকদিন বিরতি দিয়ে আবার শুরু করে দেখুন। পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। 

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

Create Ebook on Android or PC and Sell to Earn. মোবাইলে বা পিসি তে ই-বুক তৈরি করে সেল করুন।

ইবুক লিখে আয় / create an ebook and earn money.




লিখতে ভালোলাগে? তবে মোবাইলে বা পিসি তে ই-বুক তৈরি করে সেল করুন। বই মানেই বিশাল কিছু না! আপনি চাইলে ৫ পৃষ্ঠায়ও ইবুক লিখতে পারেন।


আপনার লিখার Creativity ( সৃজনশীলতা ) কেমন, তা আমি জানি না। তবে আমি আপনাকে বলে দিতে পাড়বো, লেখকরা তাদের লেখার শক্তি বা আগ্রহ কোথা থেকে পায়। আর এই লিখাকেই ডিজিটাল কন্টেন্ট হিসেবে কিভাবে সেল করা যায়।
এই লিখাটি মনোযোগের সাথে পড়ার পর আপনি ভালো মানের ইবুক তৈরি করে সেল করা শিখবেন। তাই আমি অনুরধ করছি, ধৈর্যের সাথে শেষ পর্যন্ত দেখার জন্য।


প্রথম অংশে বলবো,

১।কিভাবে আপনার লিখার অভিজ্ঞতা বাড়াবেন, এর পরের অংশে থাকবে,

২। কোন বিষয়ে লিখবেন? 
(যারা কোন বিষয়ে লিখবেন কোনও আইডিয়া খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আমি অসাধারণ কিছু আইডিয়া দিবো ),

৩। কোথায় তৈরি করবেন ইবুক? (হার্ডকপি থেকে সফটকপি)

৪। পেমেনট এর অপশন কিভাবে যুক্ত করবেন?,

৫। কোথায় সেল করবেন, 
( মার্কেট প্লেস তো অনেক, আপনি কোনটি নির্ধারণ করবেন ) ? 

তবে ১, ৩ ও ৫ নম্বর ধাপ শুরুতে এবং ২ ও ৪ নম্বর ধাপ সম্পর্কে আমি সবার শেষে বলবো।  



সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

Be appealing and charming to your loved ones.

There is no substitute for being an honest person and appealing to your loved ones.



In order to attract the attention of the husband, it is necessary to be aware of the use of cosmetics as well as makeup.

However, make sure that your makeup does not look extravagant or out of place.

Always try to be accustomed to light ornaments with light outfits. So, when you look at it, it looks like you are naturally very beautiful. And try to use equipment that saves less time.

Here I am describing the makeup and accessories of different organs.

First of all, you need to understand your skin.

Greenish skin has a yellowish-brown tinge. Similarly, fair skin also has a pink tinge. The skin has two characteristics. One is warm and the other is cold. 

If your skin is pale, and the blue arteries are clearly visible through it, then your skin is cool. And if the arteries are vaguely visible, you have warm skin. 

So, gold jewelry is suitable for warm skin and silver jewelry is suitable for cold skin.



Lips



Who does not want attractive and smooth lips? So follow some rules to retain its beauty. Quit the habit of wetting the lips with the tongue. The beauty of the lips indicates the health of the liver and digestive system.
You can use light-colored lipstick if you want, which matches your skin. 

Then start looking for the lipstick of your choice. 


Throat


You can use a light metal necklace to make the neck and its surroundings more attractive and majestic.



Ears

The unique material of the outfit, the earrings also reveal the personality of the woman.



Nose

Regardless of the shape of the nose, the beauty comes back as soon as you wear jewelry. Kajal in the eyes, lipstick to match the lips, but only because of the empty nose can make the face look dry.



Bra

Make sure your bra and underwear are not too tight. This has the potential to be a health risk. Use bras and underwear that match your skin color. Take your favorite bra now to be more majestic to your loved one.


Feet


You can use anklets to enhance the beauty of the feet.



Fragrance

Along with the purity of the mind, the body also needs purity. You can deepen the feeling of love by giving perfume as a gift to your loved one.

Featured Post

৪টি কাজে মন হবে শান্ত, কোনও আসক্তির মাধ্যমে নয়।

আশা করি সৃষ্টিকর্তার অসীম করুণায় আপনি সম্পূর্ণ ভালোই আছেন।  আজকের বিষয়টি সম্পূর্ণ মানসিক।  আপনি অবশ্যই কোনও না কোনও ডিভাইস যেমন স্মার্ট...

Popular Posts