ইবুক লিখে আয় / create an ebook and earn money.
লিখতে ভালোলাগে? তবে মোবাইলে বা পিসি তে ই-বুক তৈরি করে সেল করুন। বই মানেই বিশাল কিছু না! আপনি চাইলে ৫ পৃষ্ঠায়ও ইবুক লিখতে পারেন।
আপনার লিখার Creativity ( সৃজনশীলতা ) কেমন, তা আমি জানি না। তবে আমি আপনাকে বলে দিতে পাড়বো, লেখকরা তাদের লেখার শক্তি বা আগ্রহ কোথা থেকে পায়। আর এই লিখাকেই ডিজিটাল কন্টেন্ট হিসেবে কিভাবে সেল করা যায়।
এই লিখাটি মনোযোগের সাথে পড়ার পর আপনি ভালো মানের ইবুক তৈরি করে সেল করা শিখবেন। তাই আমি অনুরধ করছি, ধৈর্যের সাথে শেষ পর্যন্ত দেখার জন্য।
প্রথম অংশে বলবো,
১।কিভাবে আপনার লিখার অভিজ্ঞতা বাড়াবেন, এর পরের অংশে থাকবে,
২। কোন বিষয়ে লিখবেন?
(যারা কোন বিষয়ে লিখবেন কোনও আইডিয়া খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আমি অসাধারণ কিছু আইডিয়া দিবো ),
৩। কোথায় তৈরি করবেন ইবুক? (হার্ডকপি থেকে সফটকপি),
৪। পেমেনট এর অপশন কিভাবে যুক্ত করবেন?,
৫। কোথায় সেল করবেন,
( মার্কেট প্লেস তো অনেক, আপনি কোনটি নির্ধারণ করবেন ) ?
তবে ১, ৩ ও ৫ নম্বর ধাপ শুরুতে এবং ২ ও ৪ নম্বর ধাপ সম্পর্কে আমি সবার শেষে বলবো।